‘শিশুবান্ধব ঢাকা চাই’

শিশুবান্ধব ঢাকার প্রত্যাশার কথা জানালো হ্যালোর একদল শিশু সাংবাদিক।
‘শিশুবান্ধব ঢাকা চাই’

‘কেমন ঢাকা চাই’ শীর্ষক এক বৈঠকের আয়োজন করে শিশু সাংবাদিকতার জন্য বিশেষায়িত পৃথিবীর প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। যেখানে শিশুদের নানা মতামত ও পরামর্শ উঠে আসে।

রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বৈঠকে হ্যালোর পাঁচজন শিশু সাংবাদিক অংশ নেয়। অনুষ্ঠানটি হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায় সরাসরি সম্প্রচার করা হয়।

শিশু সাংবাদিক তাসবির ইকবাল বলে, “আমাদের নগর তাই এই নগরকে সুন্দর ও উন্নত করার দায়িত্বও আমাদেরই। নগরকে সুন্দর করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে। এছাড়া নগরকে শিশুবান্ধব করে তুলতে হবে এবং তারা যেন তাদের মৌলিক অধিকার পায়। তাহলেই গড়ে উঠবে স্বপ্নের নগর ঢাকা।”

সাগরিকা ইসলাম মিনহা বলে, “নগর উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন যতটা প্রাধান্য দেওয়া হয় শিশুদের জন্য খেলার পার্ক, মাঠ বিনোদন ব্যবস্হা এগুলোর প্রতি ততটা গুরুত্ব দেওয়া হয় না। শিশুদের শারীরিক বা মানসিক বিকাশের জন্যে যা অন্তত জরুরি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করে শিশু সাংবাদিক রুপকথা রহমান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com