ডিজিটাল মেলায় শিশুদের তৈরি রোবট (ভিডিওসহ)

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ এ শিশুদের তৈরি রোবট প্রদর্শিত হয়েছে।
ডিজিটাল মেলায় শিশুদের তৈরি রোবট (ভিডিওসহ)

স্পিনিং হুইল, লাইন ফলোইং কার, অটো কারসহ আরও কয়েকটি রোবট বানিয়েছে কয়েকজন শিশু। এদের সবার বয়্স ১৪ বছরের কম।

জাপানভিত্তিক প্রতিষ্ঠান ‘স্টেমন-বিডি, বাংলাদেশের শিশুদের রোবটিকস এবং প্রোগ্রামিং বিষয়ক শিক্ষা দিয়ে থাকে। যা একটি ‘আফটার স্কুল’ প্রোগ্রাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ এ এসব রোবট নিয়ে হাজির হয়েছিল স্টেমন-বিডি।

স্টলের প্রতিনিধি বলেন, “এই স্কুলটা আমরা একটা জাপানিজ কোম্পানির সাথে জয়েন ভাবে করছি। এই স্কুলটির ৭০টি শাখা রয়েছে জাপানে। বাংলাদেশে আমরা ক্লাস থ্রি থেকে ক্লাস এইটে পড়া বাচ্চাদের রোবটিক এবং প্রোগ্রামিং শিখাই।”

এর উদ্দেশ্য নিয়ে বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য এখন থেকেই শিশুদের তৈরি করা।

তারা শিশুদের পাঠ্যসূচিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কে ধারণা দিয়ে থাকেন বলে জানান এই প্রতিনিধি।

“যেহেতু আমরা স্কুলের পাশাপাশি শেখাই সেহেতু উইকেন্ড-এ আমরা ক্লাস নিই। আমাদের প্ল্যান হলো যে শিশুরা ভালো পারফর্ম করে তাদেরকে ইন্টারন্যাশন্যাল কম্পিটিশনে নিয়ে যাওয়া। আমরা কোনো ক্লাসেই আট জনের বেশি স্টুডেন্ট রাখি না।”

জাপানের ৭০টি স্কুলের ৭০০ শিক্ষার্থীর মতো একই পাঠ্যসূচিতে বর্তমানে রোবটিকস, প্রোগ্রামিং শিখছে বাংলাদেশি শিশুরাও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com