অল্প সময়েই ‘অবিকল অবয়ব’ (ভিডিওসহ)

বাণিজ্য মেলায় প্রবেশ করলেই যে জিনিসটা সবার আগে চোখে চোখে পড়বে তা হলো পেন্সিল আর আর্ট পেপার নিয়ে অনেকেই বসে বসে ছবি আঁকছেন। তাদের সামনে ঠায় বসে টাকার বিনিময়ে নিজের ছবি আঁকিয়ে নিচ্ছেন আগ্রহীরা। অনেকে আবার লাইনে আছেন কখন আঁকাবেন নিজের ছবি। কেউ নিজের ছবি আঁকাচ্ছেন, কেউ আঁকাচ্ছেন প্রিয়জনের ছবি।
অল্প সময়েই ‘অবিকল অবয়ব’ (ভিডিওসহ)

একের পর এক ছবি এঁকে যাচ্ছেন শ্রীকান্ত ভট্টাচার্য। তিনি হ্যালোকে বলেন, “এই মেলাতে প্রচুর মানুষ আসে। শিল্পটাকে মনের খোরাক হিসেবে নিচ্ছি। এখানে অনেকেই এসে বসেছেন। নেশাটাকে পেশা হিসেবে নিয়েছি।”

ছুটির দিনগুলোতেই বেশি ছবি আঁকা হয় বলে জানালেন চিত্র শিল্পী মোখছেদুল মামুন।

এতে আয়ও ভালো হয় বলে জানালেন আরেকজন শিল্পী।

ঢাকার মুগদা থেকে এসে দুই সন্তানের ছবি আঁকিয়ে নিচ্ছেন শাহীন নামের এক ব্যক্তি। তিনি হ্যালোকে বলেন, “মেলাতে ঘুরতে এসে বাচ্চাদের ছবি আঁকিয়ে নিচ্ছি। স্মৃতি হিসেবে রেখে দেব। এটা সব অভিভাবকেরই জন্য খুশির।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com