ঝুঁকিপূর্ণভাবে খেলছে দুয়ারীপাড়া বস্তির শিশুরা (ভিডিওসহ)

রাজধানীর মিরপুর দুয়ারীপাড়া বস্তির শিশুরা খেলছে রাস্তাতেই।
ঝুঁকিপূর্ণভাবে খেলছে দুয়ারীপাড়া বস্তির শিশুরা (ভিডিওসহ)

খেলার জায়গা না থাকায় তারা ঝুঁকিপূর্ণভাবে রাস্তাতেই বাধ্য হয়ে খেলছে।

সাত বছর বয়সী তুহিন হ্যালোকে বলে,“আমাদের খেলার জায়গা নাই তাই রাস্তায়ই খেলি।”

বন্ধুদের সাথে রাস্তায় খেলে ছয় বছর বয়সী নাহিদ। সে হ্যালোকে বলে, “আমরা গুল্লি খেলি আবার কোন সময় বল ব্যাট খেলি।”

মাহিম নামে আরেক শিশু বলে, “রাস্তা দিয়ে রিকশা যায়, গাড়ি যায় তখন আমরা খেলতে পারি না।”

মালা আক্তার বলে, “আমরা রাস্তায় খেললে অনেক সময় প্রতিবেশিরা বকা ঝকা করে। আমাদের খেলার কোনো নির্দিষ্ট জায়গা থাকলে ভালো হয়।”

শিশুদের রাস্তায় খেলতে দিয়ে ভয়ে থাকছেন অভিভাবকরা। 

সুনীতি বালা নামে একজন অভিভাবক হ্যালোকে বলেন, “বস্তিতে থাকি, কোনো জায়গা নাই খেলার। তাই বাচ্চারা রাস্তায়ই খেলে। এজন্য আমরা ভয়েও থাকি”।

সুমনা আক্তার নামে আরেকজন অভিভাবক বলেন, “রাস্তায় বাচ্চারা খেললে যারা দিনে কাজ করে তাদের বাচ্চা রেখে গিয়ে ভয়ে থাকতে হয়। বাচ্চাদের নির্দিষ্ট খেলার জায়গা থাকলে বাচ্চারা খেলতে পারতো। বাবা–মাকেও খুব ভয়ে থাকতে হতো না।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com