বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর স্কুল (ভিডিওসহ)

জামালপুরের দেওয়ানগঞ্জে স্থানীয় তরুণদের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি স্কুল গড়ে উঠেছে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর স্কুল (ভিডিওসহ)

সম্প্রতি হ্যালো স্কুলটি ঘুরে দেখে।

উপজেলার একেএম ডিগ্রি কলেজের পাশে গড়ে ওঠছে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় নামের স্কুলটি। এটি ২০১৬ সাল থেকে পরিচালিত হচ্ছে।

হ্যালো কথা বলে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১২ জন শিক্ষক এখানে পাঠদান করার। শিক্ষার্থী রয়েছে  ২১০ জন। এছাড়া বিভিন্ন পদে ১৮ জন কর্মচারী শিশুদের নানা রকম সেবা দেয়। এখানে প্রয়োজনীয় থেরাথিও দেওয়া হয় বিনামূল্যে।

অভিভাবকরা জানান, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শারিরীক ব্যায়াম, ছবি আঁকা, নাচ-গান, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনা হয় এখানে। দেওয়া হয় টিফিনও। এছাড়া শিশুদের যাতায়াতের সুবিধার জন্য আছে পরিবহন ব্যবস্থাও।

এখানে পড়তে আসা শিশুরা খুশি। তারা বলে,  এখানে লেখাপড়া করায়, ড্রেস দিসে, বিস্কুট দেয়, স্কুলে সবার সাথে মিশে খেলাধুলা করে।

স্কুলটির প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, “এখানে সবাই স্বেচ্ছাসেবী। শিক্ষকরা বিনামূল্যে পাঠদান করান।

“আমাদের এই স্কুলটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com