শৈশব কাটছে ফুচকা বিক্রি করে (ভিডিওসহ)

অনেক শিশুই মা বাবার সঙ্গে ঘুরতে আসে রাজধানী উত্তরার দিয়া বাড়িতে। সেখানেই ফুচকা বিক্রি করে বার বছর বয়সী শিশু রায়হান।
শৈশব কাটছে ফুচকা বিক্রি করে (ভিডিওসহ)

সম্প্রতি কথা হয় রায়হানের সঙ্গে।

ও বলে, “অন্য বাচ্চারা মা বাবার সাথে ঘুরতে আসে, আমারো ইচ্ছা করে।”

তৃতীয় শ্রেণি পর্যন্ত মাদ্রাসায় পড়েছে ও। তারপর আর লেখাপড়া করতে পারেনি। এখন ফুচকার দোকানে কাজ করে পরিবারের খরচ চালাতে হয় তাকে।

সে বলে, “আমার দুই বোন লেখাপড়া করে, আমি কাজ করে বাসায় টাকা দেই।”  

তার মালিক সোহেল বলেন, “ওরা অনেক গরিব। লেখাপড়া করে না ছোট ভাই বোন আছে, তাই ওরে কাজে নিছি। ২০০ টাকা কইরা দেই। এটা বাপ মারে দিয়া দেয়।”   

সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সে।

নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে রায়হান বলে, “আমি আরেকটু বড় হইলে একটা ফুচকার দোকান নিয়া একাই চালামু আর আমার ঘরে টাকা দিমু এটাই ইচ্ছা আছে আমার।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com