ভাইবোনের লেখাপড়ার দায়িত্ব শিশুর কাঁধে (ভিডিওসহ)

রাজধানীতে চানাচুর বিক্রি করে সংসার চালায় ১৪ বছর বয়সী মোস্তাকিম নামের এক শিশু।
ভাইবোনের লেখাপড়ার দায়িত্ব শিশুর কাঁধে (ভিডিওসহ)

বাবা, মা, ভাই বোন নিয়ে বনশ্রী এলাকাতে বাস করে সে। বাবা মাছ বিক্রি করেন আর মা গৃহিণী।

বাবার একার আয়ে সংসার চলে না বলে জানায় ও। তাই পড়াশোনা ছেড়ে তিন বছর ধরে চানাচুর বিক্রি করছে ও।

সে বলে, “ছোট বেলায় মাদ্রাসায় পড়ছিলাম। তারপর আর পড়ি নাই, সংসারের অভাবে। এখন কাজ কাম কইরা ছোট ভাইবোনদের চালাই।”

দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত বনশ্রীর আশেপাশের বিভিন্ন এলাকাতে চানাচুর বিক্রি করে মোস্তাকিম। দৈনিক পাঁচ থেকে ছয়শ টাকা বিক্রি হয়ে বলে জানায়।

নিজের জন্য কোনো স্বপ্ন নেই মোস্তাকিমের। সে বলে, “আমি তো লেখাপড়া করতে পারি নাই, আমি চাই আমার ভাই বোনরা যাতে লেখাপড়া করতে পারে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com