দুর্ভোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা (ভিডিওসহ)

দুর্ভোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা (ভিডিওসহ)

বুলবুলে টিনের চাল উড়িয়ে নিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান চলছে বাগেরহাট সদর উপজেলার এক প্রাথমিকে।

সম্প্রতি হ্যালো উপজেলার বেমরতা ইউনিয়নের দত্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে।

জানা যায়, বিদ্যালয়ের এ দশায় অভিভাবকেরা তাদের সন্তানদের বিদ্যালয়ে আসতে দিতে চান না। এবং এখানে পাঠদান প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়,  খোলা আকাশের নিচে ক্লাস করতে সমস্যা হয়। ঠাণ্ডায় সমস্যা বেশি হয়। কখনও বৃষ্টি হলে ক্লাস করা যায় না। নেই শোচালয়ও।

১৯৭০ সালে স্থাপিত হয় দত্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯২ সালে বিদ্যালয়ে একটি ভবন র্নিমিত হলেও বর্তমানে সেই বিদ্যালয় ভবনটি পরিত্যেক্ত বলে ঘোষণা করা হয়ছে। কয়েক বছর আগে বিদ্যালয়ে পাঠদান প্রায় অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হলে নির্মিত হয় ছোট টিনসেটের বিদ্যালয় ঘর। কিন্তু এখন সেটাও পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com