ঘরের ভেতরেই সবুজায়ন (ভিডিওসহ)

বাসার পরিবেশ সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে ঘরে সবুজায়নের জুড়ি নেই। ঢাকা শহরের অনেক বাড়িতেই এখন টবে রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ।
ঘরের ভেতরেই সবুজায়ন (ভিডিওসহ)

ইট-পাথরে মুড়ে থাকা শহরে রয়েছে সবুজের জন্য হাহাকার। তবে চাইলেই ঘোচানো সম্ভব সেই হতাশা। একটু পরিকল্পনা করে ঘর সাজালে ছোট্ট নীড়েও দেখা মিলবে সবুজের। প্রশান্তিতে থাকবে চোখ এবং মন দুটোই।

বাড়ির আঙিনায়, ছাদ অথবা বারান্দা এখন অনেকেই সাজিয়ে তুলছেন সবুজ গাছে।

কথা হয় রাজধানীর নার্সারির মালিক ও ক্রেতাদের সঙ্গে।

বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করেন আব্দুস সত্তার। তিনি বলেন, “অনেকের ভালো লাগা থেকে আবার অনেকে শখে গাছ কিনে নিয়ে যায়। সবদিনই মোটামুটি বিক্রি হয়।

“মরিচ, বেগুনসহ বিভিন্ন ফলমূলের গাছ বেশি কেনে মানুষ। গাছ ৫০-৬০টাকাও আছে আবার ১০০টাকাও আছে। গাছ বুইঝা দাম।” 

বাসাবোর বাসিন্দা আরিফুল ইসলাম বাড়ির ছাদে তৈরি করেছেন বাগান। তিনি বলেন, “আমি ছাদে আমড়া, কামরাঙ্গা, পেয়ারা, ডালিম, আম ও কমলা গাছ লাগিয়েছি। আরও এক বছর আগে থেকেই এই ফলের বাগান শুরু করেছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com