ময়লায় সয়লাব বাসাবো (ভিডিওসহ)

রাজধানীর বাসাবো জুড়ে ময়লা আবজর্নার স্তূপ গড়ে ওঠায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
ময়লায় সয়লাব বাসাবো (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, বাসাবোর বিভিন্ন স্থানে আবর্জনা ফেলে রাখা হয়েছে। রাস্তার আশেপাশে কিংবা লেকের ধারে, সবখানেই দেখা মিলছে ছোট-বড় ময়লার স্তূপের।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, “ময়লা ফেললে তো পরিবেশের ক্ষতি হবে। এদিক সেদিক ময়লা না ফেলে এক জায়গায় ময়লা রাখলে ভালো হয়। আর ময়লা পানিতে ফেললে পরিবেশ নানা ভাবে নষ্ট হয়।”

আরেক বাসিন্দা করিমুল আকসার বলেন, “পরিবেশ রক্ষা করা সবারই দায়িত্ব। এটা সামাজিক নিরাপত্তা। এটা রক্ষার্থে সবারই সহযোগিতা করা উচিত।”

শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয়রা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com