রাজশাহীতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ চত্ত্বরে অলিম্পিয়াডটির বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।

রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের বাছাইকৃত দুইশ শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক।

প্রফেসর আনন্দকুমার সাহা বলেন, “বিজ্ঞানের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

"তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের বিজ্ঞান উন্নয়নকে তোমরাই একদিন বহুগুণে তরান্বিত করবে।"

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দুই বিভাগ থেকে ২০ জনকে জাতীয় রাউন্ডের জন্য মনোনীত করা হয়। অংশগ্রহনকারী সকলকে সনদ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com