ফাঁকা রাস্তায় সাইকেল নিয়ে নানা কসরৎ (ভিডিওসহ)

রাজধানীর আফতাব নগর এলাকার বিভিন্ন ফাঁকা রাস্তায় বিকেল হলেই একদম শিশুকে সাইকেল নিয়ে নানা রকম কসরৎ করতে দেখা যায়।
ফাঁকা রাস্তায় সাইকেল নিয়ে নানা কসরৎ (ভিডিওসহ)

সম্প্রতি হ্যালোর সঙ্গে কথা হয় এদের কয়েক জনের সঙ্গে।

জানায়, এই এলাকার রাস্তাগুলোতে এখনও গাড়ির তেমন ভিড় নেই, তাই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে সাইকেল চালানো যায়।

তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তা্রা কেউ বনশ্রী, কেউ খিলগাঁও থেকে এখানে আসে।

নিজেদের একালার রাস্তায় যানবাহনের ভিড় থাকায় বিকেল হলেই সাইকেল নিয়ে আফতাব নগরে চলে আসে এসব শিশুরা।

দশম শ্রেণির ছাত্র রাফি বলে, “আমি বনশ্রীতে থাকি, আমাদের এলাকায় সাইকেল চালানোর মতো তেমন কোনো খালি জায়গা নাই। তাই আমি এখানে আসি সাইকেল চালাতে।”

রাফির বন্ধু তাকি বলে, “সাইকেল চালানো বা খেলাধুলা করার জন্য খোলা জায়গা থাকা দরকার।”

সাইকেল চালানোর উপকারিতার কথা বলতে গিয়ে কিশোর ফাহিম বলে, “আমরা নিয়মিত এখানে সাইকেল চালাতে আসি, সাইকেল চালানো আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমাদের আরো খোলা জায়গা প্রয়োজন যাতে আমরা আমাদের শরীর ঠিক রাখতে পারি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com