বাণিজ্যমেলা ঘিরে শিশুদের উচ্ছ্বাস (ভিডিওসহ)

বছরের শুরুতে বাণিজ্য মেলা নিয়ে শিশুদের রয়েছে বাড়তি উচ্ছ্বাস।
বাণিজ্যমেলা ঘিরে শিশুদের উচ্ছ্বাস (ভিডিওসহ)

সম্প্রতি বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, বড়দের হাত ধরে শিশুদের আনাগোনাও চোখে পড়ার মতো। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন গেম রাইডিং এর ব্যবস্থা রয়েছে।

মেলায় ঘুরতে ঘুরতে হ্যালোর সঙ্গে কথা হয় কয়েকজন শিশুর শিশুর।

ষষ্ঠ শ্রেণির ছাত্র সম্রাট আহমেদ বলে, “মেলায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম। অনেক দোকান পাট, খেলার জায়গা, ঝর্ণা আরও অনেক কিছু।”

নাহিয়ান সিয়াম নামের আরেক শিশু বলে, “এখানে এসে খেলা দেখছি। আমি সবকিছু ভিডিও করতেছি। আমি আমার আব্বু, আম্মু, ঠাম্মি আর আপুর সাথে আসছি। খুব ভালো লাগছে।”

অনেক স্টলের কাজ এখনও শেষ না হলেও সময় গড়ানোর সাথে সাথে প্রস্তুত হচ্ছে অসম্পূর্ণ কাজ।

আলমগীর হোসেন নোয়াখালী থেকে পরিবার নিয়ে এসেছেন বাণিজ্য মেলায়।

তিনি বলেন, “বাচ্চাদের আগ্রহের কারণেই আসা আরকি। প্রথমবারই আসলাম মেলায়। পরিবেশটাও খুব ভালো।”

এবারের মেলায় মোট ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছরের ছয়শ ৮৩টি স্টলের সংখ্যা কমিয়ে এবার রাখা হয়েছে চারশ ৮৩টি।

দর্শনার্থীদের জন্য মেলার প্রাঙ্গন খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com