নির্ভুল বই পাওয়ার আশা অভিভাবকের (ভিডিওসহ)

বছরের শুরুতে বই বিতরণ উৎসবে এসে নির্ভুল বই পাওয়ার আশা করেছেন অভিভাবকরা।
নির্ভুল বই পাওয়ার আশা অভিভাবকের (ভিডিওসহ)

নগরীর মতিঝিল মডেল হাই স্কুলে বই বিতরণের অনুষ্ঠানে গিয়ে কথা হয় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে।

আব্দুর রফিক নামের একজন অভিভাবক বলেন, “বইয়ে গত বছরে যে ভুলগুলো ছিল এবার আমরা আশা করছি যে সেই ভুলগুলো হবে না। বাচ্চারা যাতে নতুন বই নির্ভুলভাবে পড়তে পারে সেই আশাই রাখি।”

নতুন বই হাতে পেয়ে শিশুরা ছিল উচ্ছ্বসিত। বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায়, বই হাতে পেয়ে কেউ কেউ ঘ্রাণ নিচ্ছে আবার কেউ বই উল্টে পাল্টে দেখছে আনন্দ মনে।

নতুন বই হাতে পাওয়ার আগে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া তারান্নুম বলে, “নতুন বই পাওয়াটা খুবই আনন্দের। আজকে নতুন বই দিবে। আমরা আগ্রহ নিয়ে বসে আছি। নতুন বই হাতে পেলে আমাদের অনেক খুশি লাগে।”

দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া সারা বলে, “আজ আমি নতুন বই পাবো। তাই আমার খুবই ভালো লাগছে।”

নতুন বই বিতরণ করতে পেরে শিক্ষকরাও ছিলেন আনন্দিত।

মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষাবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের মতোই অভিভাবকের মাঝেও ছিল খুশির উচ্ছাস। সন্তানের হাতে নতুন বই পাওয়ার উৎসবে অনেক অভিভাবকই ছিলেন উপস্থিত।

অভিভাবক সালমা আক্তার বলেন, “নতুন বছরে নতুন বই পাওয়া বাচ্চাদের জন্য একটা আনন্দ। আর গার্ডিয়ানদের কাছে আনন্দের বিষয় হলো, এই বই কিনতে আগে অনেক জায়গায় বই খোঁজাখুজি করতে হতো, এখন আর সেই কষ্ট করা লাগে না।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com