স্কুলমুখী হচ্ছে বেদে শিশুরা (ভিডিওসহ)

তাবিজ-কবজ বিক্রি,জাদুটোনা আর সাপ খেলা দেখিয়ে বেড়ালেও সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন বেদে সম্প্রদায়ের লোকেরা।
স্কুলমুখী হচ্ছে বেদে শিশুরা (ভিডিওসহ)

সম্প্রতি সাভার উপজেলার আটাপাড়া বেদেপল্লী ঘুরে কথা হয় বেদে সম্প্রদায়ের লোকেদের সঙ্গে।

জানান, নিজেরা পেশা পরিবর্তন করছেন, পাশাপাশি সন্তানদের পড়ালেখার দিকে মনোযোগ দিচ্ছেন।

দ্বিতীয় শ্রেণিতে পড়ছে মুরসানা। সে বলে, “আমার বাবা সাপের খেলা দেখায়। কিন্তু আমি সাপের খেলা দেখাইতে চাই না। আমি পড়তে চাই।”

একই শ্রেণির শিক্ষার্থী সুজানা বলে, “আমার পড়তে খুব ভালো লাগে।”

এদের মধ্যে কেউ হতে চায় চিকিৎসক, কেউ করতে চায় বড় কোনো চাকরি।

বেদে সমাজটাই আর আগের মতো নাই বলছেন টিউনা বেগম নামের একজন। তিনি স্বপ্ন দেখেন ছেলেকে পড়াশোনা করানোর।

তিনি বলেন, “ছেলেকে পড়াশোনা করিয়ে বড় বানাইতে চাই। বাপ দাদারা যে ব্যবসা করছে সেটা করুক আর চাই না।”

রফিক উদ্দিন ছেলে মেয়েকে পড়াচ্ছেন স্কুলে। তিনি  জানান, ছেলেমেয়ে এখন উচ্চশিক্ষিত হোক এটাই চা।

শিরিন বেগম নামের আরেক অভিভাবক বলেন, “আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যাতে আমাদের মতো না হয় আর। চাই, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক।”

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com