যান্ত্রিক ঢাকায় একটু খানি সবুজ (ভিডিওসহ)

এই কর্মব্যস্ত যান্ত্রিক শহরের ইটপাথরের দালান-কোঠার মধ্য থেকে কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটানোর জন্য অনেকেই পরিবারসহ ছুটে আসেন রমনা পার্কে।
যান্ত্রিক ঢাকায় একটু খানি সবুজ (ভিডিওসহ)

এ শহরে এক চিলতে সবুজ খুঁজতে গেলে সবার আগে মনে হবে এই পার্কের নামই। চারিদিকে সবুজে ঘেরা এই পার্কে রয়েছে সবুজ ঘাস, গাছপালা ও লেক।

নানা প্রজাতির অসংখ্য ফুল গাছের সমাহার যেমন রয়েছে তেমনি এখানে দেখা মেলে অতি দুর্লভ প্রজাতির বৃক্ষও।

পরিবারসহ এখানে সময় কাটাতে এসেছেন মো. সিরাজ নামের এক ব্যক্তি।

তিনি বলেন, “খুবই ভালো লাগছে এখানে এসে কারণ সন্তানদের নিয়ে আসছি। ওরা খেলাধুলা করতেছে এরকম সুন্দর পরিবেশে। কারণ সবার ছোট ছোট বাসা-বাড়ি, ঠিকমত ঘোরার জায়গা নেই। এটা একটু খোলামেলা।”

নাজিমউউদ্দিন রোড থেকে পরিবার নিয়ে ঘুরতে এসছেন মো. শরীফ নামের একজন।

তিনি বলেন, “আমার ফ্যামিলি নিয়ে আসছি। খুবই ভালো লাগতেছে। কারণ এই জায়গাটা অন্যান্য জায়গার থেকে অনেক বড় তো তাই ঘুরতেও ভালো লাগে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com