Published: 2019-12-03 16:22:11.0 BdST Updated: 2019-12-03 16:22:29.0 BdST
মা মালা গাঁথে আর সেই মালা ঘুরে ঘুরে বিক্রি করে নদী। আট বছর বয়সী নদী আক্তার চার বছর বয়স থেকেই ফুলের মালা বিক্রি করছে বলে জানায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তার এ ফুল বিক্রি।
নদী বলে, “প্রতিদিন চারশ থেকে পাঁচশ আবার কখনো এক হাজার টাকাও আয় হয়।”
আর্থিক অভাব অনটনে লেখা পড়ার সুযোগ হয়নি তার। কিন্তু পড়াশোনা করার প্রবল ইচ্ছা আছে ওর।
বলে, “আমার ফুল বিক্রি করতে ভালো লাগে না। আমার পড়তে ইচ্ছা করে।”
মেয়েকে দিয়েই সংসার চলে বলছেন নদীর মা নাছিমা খাতুন। তিনি বলেন, “স্কুলে ভর্তি করছিলাম। পরীক্ষার ফি দিতে পারি না, বেতন দিতে পারি না তাই আর পড়াই নাই। এখন ওরে দিয়াই আমার দিন চলে।”
শিশুরা শিখছে ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য (ভিডিওসহ)
যৌন হয়রানি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন ব্র্যাক স্কুলে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে।
বীরশ্রেষ্ঠদের জানি: ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (পর্ব- ৩)
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি 'মোবারক লজ' এ জন্মগ্রহণ করেন।
বাল্যবিয়ে বন্ধ করা দুই ‘সুপারম্যান’ (ভিডিওসহ)
রাজধানীর মিরপুর ১১ এর বিভিন্ন বস্তির বাল্যবিয়ে ঠেকিয়ে চলেছেন খোরশেদ আলম এবং শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তি। সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির হয়ে কাজ করছেন তারা।