একটু অবসরে শিশুরা ভিড় জমায় যে পার্কে (ভিডিওসহ)

রাজধানী উত্তরার ৭ নম্বরের একটি পার্কে প্রতিদিন খেলতে আসে শিশুরা।
একটু অবসরে শিশুরা ভিড় জমায় যে পার্কে (ভিডিওসহ)

কেউ স্কুল শেষে, কেউ কেবলই পার্কে রাইডে চড়তে আসে এখানে।

প্রয়োজনের তুলনায় খেলাধুলার সরঞ্জাম কম থাকলেও শিশুরা আনন্দ খুঁজে নিচ্ছে নিজেদের মতো করে।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী আরাফ হ্যালোকে বলে, “আমার এখানে আসতে ভালো লাগে। মাঝেমধ্যেই আসি।”

একই শ্রেণির শিক্ষার্থী জারিফ বলে, “এখানে আসতে আমার খুব ভালো লাগে। আজ বোন আসছে বলে আমি আসছি।”

এখানে প্রতিদিন বিকালবেলা আসলেই আজ দুপুরে এসেছে একই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহা। সে বলে, “আমার এখানে খেলতে মজা লাগে।”

একটু বিনোদন দিতেই অভিভাবকরা নিয়ে আসছেন শিশুদের।

নাতনীকে সাথে নিয়ে এসেছেন শর্মিলা বেগম। তিনি বলেন, “মাঝে মধ্যে নিয়ে আসতে হয়। এই পার্কের পরিবেশ ভালো। কিন্তু বাচ্চাদের জন্য সরঞ্জাম আরো বেশি হলে ভালো হতো।”

ছেলেকে নিয়ে প্রায়ই এই পার্কে ঘুরতে আসেন ফাতেমা জান্নাত।

তিনি বলেন, “এখানকার পরিবেশ খুব ভালো। বিকেল বেলা বাচ্চাদের এখানে আনলে খুব খুশি হয়।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com