Published: 2019-11-30 19:53:02.0 BdST Updated: 2019-11-30 20:01:15.0 BdST
সাভারের অমরপুর, পোড়াবাড়ি, কাঞ্চনপুর ও বক্তারপুর এলাকা নিয়ে বেদে পল্লী। যেখানে প্রায় ১৫ হাজার বেদের বসবাস।
সম্প্রতি নিজেদের জীবন যাপন নিয়ে হ্যালোর সঙ্গে কথা বলেন বেদে নারীরা।
এক বছর ধরে মুদি দোকান দিয়েছে ঊর্মি খাতুন। তিনি বলেন, “মানুষের কাছে টাকা চাইলে অনেকে অনেক কথা কয়। তাই দোকান চালাই। এখান থেকে মাসে দশ থেকে পনের হাজার টাকা আয় হয়।”
বেদে পেশার চেয়ে দোকান ব্যবসাকেই ভালো মনে করছেন হাসিনা বেগম নামের আরেক নারী। তিনি বলেন, “আগে সাপের খেলা দেখাইতাম বাড়ি বাড়ি ঘুরে। সিংগা লাগাইতে ভালো লাগে না। তাই দোকান করি। এটাই করে যেতে চাই সব সময়।”
দুই বছর ধরে দোকানে কাজ করেন রহিমা বেগম। তিনি বলেন, “এই দোকানকে ঘিরেই আমাদের সংসার চলে। ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে জীবন চালাচ্ছি।”
শিশুরা শিখছে ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য (ভিডিওসহ)
যৌন হয়রানি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন ব্র্যাক স্কুলে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে।
বীরশ্রেষ্ঠদের জানি: ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (পর্ব- ৩)
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি 'মোবারক লজ' এ জন্মগ্রহণ করেন।
বাল্যবিয়ে বন্ধ করা দুই ‘সুপারম্যান’ (ভিডিওসহ)
রাজধানীর মিরপুর ১১ এর বিভিন্ন বস্তির বাল্যবিয়ে ঠেকিয়ে চলেছেন খোরশেদ আলম এবং শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তি। সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির হয়ে কাজ করছেন তারা।