রাস্তাই তাদের খেলার জায়গা (ভিডিওসহ)

খেলার মাঠ না থাকায় রাজধানীর মিরপুরের শিশুরা বিকাল হলেই দলবেঁধে খেলা শুরু করে রাস্তায়।
রাস্তাই তাদের খেলার জায়গা (ভিডিওসহ)

সম্প্রতি মিরপুরের ৬ ও ৭ নম্বর সেকশনের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় শিশুদের কেউ খেলছে ক্রিকেট, কেউ ফুটবল আবার কেউ ব্যাটমিন্টন খেলছে। স্থানীয়রা বলছেন, এটি এলাকার প্রতিদিনের চিত্র।

আবির, রানা, আকাশ ও শান্ত ক্রিকেট খেলছে মিরপুর ৬ নম্বর সেকশনের ই ব্লকের রাস্তায়। তারা সবাই বঙ্গবন্ধু বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ৭ নম্বর সেকশনে তাদের বিদ্যালয়।

রাস্তায় খেলতে নামা এসব শিশুদের সঙ্গে কথা বলে পাওয়া যায় মাঠ না থাকার বিড়ম্বনার বহু চিত্র।

এসবের মধ্যে বড় ঝুঁকি হচ্ছে রাস্তায় চলাচল করা যানবাহন।

স্থানীয় বাসিন্দা কামাল হাওলাদার হ্যালোকে বলেন, "রাস্তায় খেলার কারণে দেখা যায় বাড়িওয়ালারা বিরক্ত হচ্ছে। রাস্তায় চলে যানবাহন। ফলে ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে শিশুদের।"

মো. আকাশ নামে এক শিশু বলে, "রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে বিধায় আমাদের খেলতে অসুবিধা হয়।"

এলাকার বাসিন্দা নাজমা ইসলাম বলেন, "এই এলাকায় কোনো খেলার মাঠ না থাকায় শিশুরা ঘরমুখী হচ্ছে। যার ফলে দেখা যায় শিশুরা মোবাইলে গেমসে খেলছে।"  

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com