অভাবে হারাতে বসেছে সুমার স্বপ্ন (ভিডিওসহ)

লেখাপড়া করার আগ্রহ থাকলেও অভাব অনটনে স্বপ্ন যেন ভেস্তে যেতে বসেছে রাজধানীর রুপনগর ঝিলপাড় বস্তির বাসিন্দা সুমার।
অভাবে হারাতে বসেছে সুমার স্বপ্ন (ভিডিওসহ)

নবম শ্রেণির শিক্ষার্থী সুমার সঙ্গে সম্প্রতি কথা হয় হ্যালোর।

জানায়, পাঁচ ভাই বোনের মধ্যে ও সবচেয়ে ছোট। দুই বোনের বিয়ে হওয়ার পরে সুমা তার বাবা, মা ও ভাইয়ের সাথে থাকতো। কিছুদিন আগে তার বাবা মারা যাওয়ার কারণে পরিবারে দেখা দিয়েছে আর্থিক অভাব অনটন। অনিশ্চিত হয়ে পড়েছে তার লেখাপড়া।

বলে, মা গার্মেন্টসে কাজ করে যে টাকা আয় করে তা দিয়ে পরিবারের খরচ চালিয়ে তার পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছে না।

“কিছুদিন আগেও আমার বাবা সব খরচ বহন করত।”

সুমার বোন মোরশেদা আক্তার বলেন, “আমাদের সব ভাই বোনের মধ্যে সুমারই পড়াশোনা করা ইচ্ছে। কিন্তু আমার মা ওর পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। কিন্তু আমরা চাই সুমা পড়াশুনা করুক।”

নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য বোনের বাসায় গিয়ে সেলাই মেশিনে দর্জির কাজও করছে ও।

সুমা বলে, “সেলাই মেশিন চালিয়ে যে টাকা আয় করি সেটা আমার পড়াশোনার খরচে দেই।

“আমি বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম না। এখন মায়ের স্বপন পূরণ করতে চাই।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com