জাবির রঙিন দেয়াল (ভিডিওসহ)

ভালোবেসে নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়াল রাঙিয়ে তুলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ মামুর।
জাবির রঙিন দেয়াল (ভিডিওসহ)

সরজমিনে দেয়ালের ছবি দেখে মনে হচ্ছিল ছবিগুলো যেন কথা বলে উঠবে। ছবির মাধ্যমেই তিনি ফুটিয়ে তুলেছেন বিভিন্ন অর্থ। কখনো কোনো গ্রাফিতি, কখনো বিভিন্ন কার্টুনের চরিত্র।

সম্প্রতি টিএসসির দেয়ালে এঁকেছেন অস্কার নমিনেশন পাওয়া বিখ্যাত অ্যানিমেটেড চলচ্চিত্র সং অব দ্য সির অনুকরণে কিছু দৃশ্য।

বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী আব্দুলাহ মামুরের ছোটবেলায় শিক্ষকদের ক্যারিকেচার আঁকার মাধ্যমেই শুরু হয় ছবি আঁকা।

পোস্টারে পোস্টারে ছেয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের লাল ইটের দেয়ালগুলোকে রাঙিয়ে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা থেকেই তার এই আঁকাআঁকি।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে বিভিন্ন সংগঠনের পোস্টার, বিসিএস পোস্টার, হেকিমি দাওয়াখানার পোস্টার দেখে মনে হয়েছিল লাল সবুজের ক্যাম্পাসকে এসবে নষ্ট না করে দৃষ্টিনন্দন করে তোলার জন্য ছবি আঁকা যায়।”

বলেন, “আমাদের আঁকার ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা ছিল রঙ। তবে এখন সিনয়ররা আমাদের সাহায্য করছেন।”

মামুর স্বপ্ন দেখেন দেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলো রাঙিয়ে তোলার।

জানা, পর্যটন এলাকায় যখন সবাই সাদামাটা দেয়ালে ছবি আঁকা দেখবে তখন তাদের মধ্যে একধরনের ভালোলাগা তৈরি হবে।

মামুরের এই উদ্যোগে সব সময় পাশে থেকে কাজ করেছেন তারই বিভাগের অর্পণ অধিকারী।

অর্পণ অধিকারী হ্যালোকে বলেন, “প্রথম যখন ওয়াল আর্ট শুরু করি তখন আমি আর মামুর ভাই কাজ করতাম। এখন অনেকেই আমাদের সাহায্য করেন। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমরা ওয়াল আর্ট করে যাচ্ছি।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com