ফেব্রুয়ারি ছাড়া সারাবছর অযত্নে শহীদ মিনার (ভিডিওসহ)

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্পষ্টভাবে বাংলায় লেখা ‘মূল বেদিতে জুতা পায়ে দিয়ে উঠা ও বসা নিষেধ,’ লেখা থাকলেও তা মানেন না প্রায় কেউই।
ফেব্রুয়ারি ছাড়া সারাবছর অযত্নে শহীদ মিনার (ভিডিওসহ)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার, যা ৫২’র ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের নিদর্শন।

সারাবছর অযত্ন-অবহেলায় পড়ে থাকতে দেখা যায় এই স্মৃতির মিনারকে, কেবল ফেব্রুয়ারি মাস এলেই এখানে চলে পরিচ্ছন্নতা অভিযান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজল ইসলাম বলেন, “এই শহীদ মিনারে সবাই জুতা নিয়ে ওঠে। আমি নিজেও কয়েকদিন মেনে চলেছি। এখানে একটি সংগঠন ছিল তখন সবাই নিয়ম মানতো। এখন সেটা নেই।

“আমাদেরই কর্তব্য এই পরিবেশটা ভালো রাখার কিন্ত আমরাই নষ্ট করছি। আমি নিজেও এজন্য খুবই লজ্জিত।”

সরেজমিনে দেখা যায়, চারিদিকে ময়লা, আবর্জনা ছড়িয়ে আছে।

কিন্তু এসব অব্যবস্থাপনা ও অবহেলা রোধে তেমন কোনো কড়াকড়ি ব্যবস্থা নিতে দেখা যায়নি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থাকা কর্তৃপক্ষকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com