Published: 2019-11-07 17:54:07.0 BdST Updated: 2019-11-07 17:56:35.0 BdST
রাজধানীর বিভিন্ন জায়গায় তাই গড়ে উঠেছে গাছের নার্সারিও।
অধিকাংশ নার্সারিই চলছে রাস্তার ফুটপাত বা ভাড়া জায়গার ওপর। এসকল নার্সারিতে পাওয়া যাচ্ছে হরেক রকমের চারাগাছ, টব, মাটি, সার ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট নার্সারি। মোহাম্মদ মহিউদ্দিন প্রায়ই এখান থেকে বিভিন্ন রকম চারা কিনে নিয়ে যান বাসার জন্য।
তিনি বলেন, “এখান থেকে লেবুর চারা নিলাম তারপরে মরিচ, বেগুন, টমেটোর চারা নিয়েছি। এগুলো সবই বাসার জন্য। বাড়ির ভেতরই আমার মামী এগুলো রোপণ ও দেখাশোনা করেন। এখান থেকে আমার প্রতি মাসেই দুই একবার কেনা হয়।”
বিরল প্রজাতির দেশি-বিদেশি সব ধরনের ফল, ফুল গাছ ও উদ্ভিদের চারা পাওয়া যাচ্ছে এখানে। চাহিদা অনুযায়ী চারাগাছের দামে রয়েছে ভিন্নতা।
সকাল থেকে সন্ধ্যা অবধি গাছের চারা বিক্রি করেন মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, “আমার নার্সারিতে ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকার উপরেও চারা আছে। ফলগাছের মধ্যে সফেদা, কমলা, আপেল, মাল্টা গাছসহ আরও অনেক ফলের চারা আছে।
“ফুলের মধ্যে জিনিয়া, গাঁদা, কসমসসহ অনেক ফুল গাছ আছে।”
শাহবাগে অনেক দিন ধরেই গাছের চারা বিক্রি করেন বাবুল চৌহান। ঘর বা অফিস সাজানোর জন্য বিভিন্ন প্রজাতির গাছ বেশি বিক্রি করে থাকেন।
তিনি বলেন, “আমার নার্সারিতে ক্যাকটাস আছে, পাতাবাহার, মানিপ্লান্ট, অর্কিডসহ নানা গাছ আছে।
“মানুষের বেশি আগ্রহ ফলের গাছ আর ইনডোরে শোপিজ হিসেবে যেগুলো রাখা যায় সেসবে। সবধরনের মানুষই আসে গাছ নিতে। ছোট ছোট স্কুলে বাচ্চারাও আসে কিনতে।”
শিশুরা শিখছে ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য (ভিডিওসহ)
যৌন হয়রানি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন ব্র্যাক স্কুলে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে।
স্কুলমুখী হচ্ছে বেদে শিশুরা (ভিডিওসহ)
তাবিজ-কবজ বিক্রি,জাদুটোনা আর সাপ খেলা দেখিয়ে বেড়ালেও সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন বেদে সম্প্রদায়ের লোকেরা।
বাল্যবিয়ে বন্ধ করা দুই ‘সুপারম্যান’ (ভিডিওসহ)
রাজধানীর মিরপুর ১১ এর বিভিন্ন বস্তির বাল্যবিয়ে ঠেকিয়ে চলেছেন খোরশেদ আলম এবং শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তি। সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির হয়ে কাজ করছেন তারা।