বঞ্চিত শিশুর স্বপ্নপুরণে পাঠশালা (ভিডিওসহ)

রাজধানীর নিকুঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বপ্নের পাঠশালা নামে স্কুল খুলেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বঞ্চিত শিশুর স্বপ্নপুরণে পাঠশালা (ভিডিওসহ)

‘স্বপ্ন দেখি গড়তে মোরা সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে তাদের বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দিয়েছে সংগঠনটি।

ফ্যাশন ডিজাইনার বদরুন নাহার রক্সি নামের এক নারীর হাত ধরে ২০১৬ সালে চালু হয় “স্বপ্নের পাঠশালা”। এখানে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

এই স্কুলের শিক্ষার্থী শারমিন বলে, “আগে আমি বাসায় কাজ করতাম। এখানে ভর্তি হয়ে পড়াশোনা করি, আর্ট শিখি।”

আগে বাসায় কাজ করলেও এখন এখানে পড়ছে, কাজ শিখছে বলে জানায় সান্ত্বনা নামের আরেক শিক্ষার্থী।

একসময় এলাকার বাচ্চাদের সাথে ঘুরে বেড়াতো ইয়াসীন। কিন্তু এখন সে এ স্কুলে পড়ে।

সে বলে, “এখন আমি সবার সাথে পড়ালেখা করি। আমি ভালো থাকি।”

একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, চিত্রাঙ্কন ও কারিগরি শিক্ষা, আবৃত্তি ও ছড়া গান শেখানো হয়।

জানা যায়, এদের শিক্ষার সব উপকরণ, টিফিন, পোষাক বিনামূল্যে দেওয়া হয়।

রক্সি বলেন, “স্বপ্নের পাঠশালাকে আরো ছড়িয়ে দিতে চাই। কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা সারাদেশে স্বপ্নের পাঠশালা করতে চাই।” 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com