মতি মিয়ার দেশপ্রেম (ভিডিওসহ)

ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন শেখ মতিউর রহমান নামের ওক ব্যক্তি।
মতি মিয়ার দেশপ্রেম (ভিডিওসহ)

তাকে মতি মিয়া নামেই চেনেন সবাই। কবর পরিষ্কার থেকে শুরু করে কবরস্থান ঝাড়ু দেয়া, আবর্জনা সরানো, গাছের দেখাশোনা সব নিজেই করেন৷ 

মতিউর রহমান বলেন, “আমি যখন এই জায়গাটায় আসতাম তখন এই জায়গাটা অপরিষ্কার থাকতো। আড্ডাবাজি হইত।

“তখন আমি ভাবতাম, আমি যদি একটু সুযোগ পাইতাম এ জায়গাটা রক্ষা করার! তখন আমি লুকায় লুকায়ই রক্ষণাবেক্ষন শুরু করি।”

মতিউর পেশায় একজন মাছ বিক্রেতা। স্বেচ্ছায় কোনো সহযোগিতা ছাড়া নিয়মিত এই সেবামূলক কাজ করায় এখানে তিনি বেশ জনপ্রিয়।

মিরপুরের স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ বলেন, “কোনোদিন তার চুলায় হাড়ি বসে আবার কোনোদিন বসেও না। কিন্তু সে সবসময় চলে আসে এখানে, এই কবরস্থান পরিষ্কার করতে।”

প্রতিদিন এই শহীদ মিনারে হাঁটতে আসা রুখসানা পারভীন বলেন, “এই লোক সবসময় এই জায়গা পরিষ্কার করে। অযথা কাউরে ঢুকতে দেয় না। সবসময় দেখাশোনা করে। ওর মতো পরিশ্রম এ কবরস্থানে আর কাউকে করতে দেখিনি।” 

নিজ অর্থায়নে তিনি এখানে বৃক্ষ রোপণও করেন।

এ বিষয়ে মতিউর রহমান বলেন, “এখন এই দেখাশোনা করি বলে মানুষ আমাকে পাগল বলে। পাড়া পড়শীরা ব্যঙ্গ করে বলে, ‘এহ পেটে নাই ভাত আবার দেশপ্রেমিক!’ তখন কষ্ট লাগে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com