মাকে খুশি দেখতে চাই (ভিডিওসহ)

দারিদ্র ও অসুস্থতার সাথে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ১৪ বছর বয়সী জাকির হোসেন।
মাকে খুশি দেখতে চাই (ভিডিওসহ)

সম্প্রতি হ্যালোর সঙ্গে কথা হয় তার।

মায়ের সাথে পিঠা বিক্রি করে সংসারে সাহায্য করছে এই শিশু। মিরপুর ১ এর ওভারব্রিজের কাছে সন্ধ্যার পর থেকে আধো আলো আঁধারে পিঠা বিক্রি করে রাত ১১টা পর্যন্ত। সকালে আবার স্কুলে যায়।

হার্টে সমস্যা নিয়েও একই সাথে কাজ ও পড়াশোনা দুটোই চালিয়ে নিচ্ছেন অষ্টম শ্রেণি পড়ুয়া জাকির হোসেন।

জাকির বলে, “আমার আব্বু অনেকদিন ধরেই অসুস্থ তাই আমি আর আমার আম্মু কষ্ট করে পিঠা বিক্রি করি। আমার হার্টের সমস্যা। কিন্ত আমি সবসময় আমার মাকে খুশি দেখতে চাই।”

জাকিরের মা মোসাম্মদ কোহিনূর বেগম বলেন, “এই পিঠা বিক্রি করেই আমার সংসার চলে। এটার উপরই সব চলে আমি আর আমার ছেলে ছাড়া আর কোনো উপার্জন করার লোক নাই।

“আমি খুব গরিব মানুষ। বাচ্চাডারে পড়ালেখা শিখাইতাছি। তার হার্টের সমস্যা, গলায় সমস্যা তারপরও সে দিনের বেলায় স্কুলে যায় আবার রাত্রে পিঠা বিক্রি করে।”

আসন্ন জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে চান জাকির। তিনি বড় হয়ে একজন চিকিৎসক হবার স্বপ্ন দেখে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com