সড়কের সঙ্গে সংযোগহীন ব্রিজ, দুর্ভোগে চার গ্রামের মানুষ

এ বছরের জানুয়ারিতে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হলেও সড়কের সঙ্গে সংযোগ না করায় দুর্ভোগ পোহাচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চার গ্রামের মানুষ।
সড়কের সঙ্গে সংযোগহীন ব্রিজ, দুর্ভোগে চার গ্রামের মানুষ

ইউনিয়নের করাইল ব্রিজের সংযোগ সড়ক না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ

পোহাচ্ছে খারজানা,বাউসাত, চৌবাড়িয়া ও করাইল গ্রামের মানুষরা। 

সরজমিনে দেখা যায়, সংযোগ সড়কের বিকল্প হিসেবে বাঁশের মই ব্যবহার করে যাতায়াত করছে স্থানীয়রা।

বৃষ্টি হলে মরণ ফাঁদ হয়ে দাঁড়ায় এই মই। থেকে পড়ে বেশ কয়েক জন আহত হবার ঘটনাও ঘটেছে বলে জানায় স্থানীয়রা। 

জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে ৪৫ মিটার দীর্ঘ ২.২ মিটার প্রশস্থ ব্রিজটি নির্মাণ করা হয়। 

ক্ষোভ নিয়ে নায়েব আলী (৫০) নামের একজন বলেন, “সংযোগ সড়ক না থাকাতে এই ব্রিজটি আমাদের কোনো কাজেই আসছে না। বরং বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে বাঁশের মই ভিজে পিচ্ছিল হয়ে যায়। ইতোমধ্যে বেশ কয়েক জন পড়ে গিয়ে আহত হয়েছে।”

মো.আশরাফুল ইসলাম নামের আরেক গ্রামবাসী বলেন, “এ ব্রিজ দিয়ে অনেক মানুষের যাতায়াত। ছেলেমেয়েরা এখান দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যায় তাই ব্রিজটি গুরুত্বপূর্ণ।” 

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরিফ জাওয়াদ বলে, “নামেই ব্রিজ, কাজে নাই। তাই আমাদের এই রাস্তা দরকার।” 

মাদ্রাসা শিক্ষার্থী আতিক (১২) বলে, “আমি প্রতিদিন সাইকেল নিয়ে মাদ্রাসায় যাই। এই ব্রিজ পার হতে ভীষণ ভয় লাগে। কখন পড়ে যাই। বৃষ্টি হলে সে দিন আর মাদ্রাসায় যাওয়া হয় না।”

কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিঞা মোবাইল ফোনে হ্যালোকে বলেন, “ব্রিজটির সংযোগ সড়কের জন্য সম্প্রতি ১০ টন চাউল বরাদ্দ হয়েছে বলে আমি জেনেছি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছি। যত দ্রুত সম্ভব এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com