জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার শিক্ষার্থীদের (ভিডিওসহ)

টাঙ্গাইলের মির্জাপুরে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার শিক্ষার্থীদের (ভিডিওসহ)

উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা বাইপাস এলাকা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি মহাসড়ক পারাপার হচ্ছে দুইটি প্রাথমিক, একটি মাধ্যমিক, একটি কলেজসহ দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা। ফলে বড় ধরণের সড়ক দূর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

সম্প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হয় হ্যালোর।

সাটিয়াচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানজিম সাইফ বলে, “এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি খুব স্পিডে যায়। আমাদের স্কুলে যেতে ভয় লাগে৷”

সাটিচয়াচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিম আক্তার বলে, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে পার হই। মাঝে মাঝেই এখানে দূর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়।”

একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা ইসলাম বলে, “মহাসড়কের জন্য আমার বাবা, মা আমাকে নিয়ে অনেক চিন্তায় থাকেন। আমি ঠিকমতো মহাসড়ক পার হতে পেরেছি কিনা।”

এক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, “ব্যস্ততম এই মহাসড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে। আমার স্কুলের অনেক মেয়েরা এই মহাসড়ক পার হয়ে স্কুলে আসে ফলে একটা টেনশন কাজ করে ওদের নিয়ে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com