টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি-’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তি মঞ্চের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে মহড়া হয়।

এছাড়া সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহকারী ভূমি কর্মকর্তা মো. মঈনুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানসহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com