আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, বাল্যবিয়ে নিয়ে হ্যালোর ফেইসবুক লাইভ (ভিডিওসহ)

বাল্যবিয়েকে নারীদের জন্য অভিশাপ মনে করেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের কো-চেয়ারম্যান অ্যারোমা দত্ত।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, বাল্যবিয়ে নিয়ে হ্যালোর ফেইসবুক লাইভ (ভিডিওসহ)

শুক্রবার বিকেলে শিশু সাংবাদিকতার জন্য বিশেষায়িত পৃথিবীর প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে ‘বাল্যবিয়ে’ শীর্ষক ফেইসবুক লাইভে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশে বাল্যবিবাহ থামানোর জন্য সরকার, বেসরকারী সংস্থা, নাগরিক সমাজ সবাই আপ্রাণ চেষ্টা করছে এবং অনেকভাবে সেটা সাফল্য পর্যায় নিয়ে এসেছে।

“বাল্যবিবাহ মানুষের জীবনের সমস্ত ক্যাপাসিটি বা সমাজে কন্ট্রিবিউট করার জায়গাগুলো বিকশিত হতে দেয় না।”

কন্যাশিশু বা পুত্রশিশুর প্রত্যেকেই সম্ভাবনার অধিকারী জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ আজকে একটা  সম্ভাবনাময় দেশ। সম্ভাবনার এই দেশে আগামীতে তরুণরাই নেতৃত্ব দিবে। তরুণদের নেতৃত্বে আনতে গেলে আমাদের প্রথম কাজটাই হলো বাল্যবিবাহ রোধ করা।”

ফেইসবুক লাইভের সঞ্চালনায় ছিলেন শিশু সাংবাদিক পৃথা প্রণোদনা ও রুসাফা শারমিনদ শানহা।

ফেইসবুক লাইভে হ্যালোর শিশু সাংবাদিক আজমল তানজিম সাকির, শাঁওলী সামরিজা, মোহাম্মদ মামুন, সাগরিকা ইসলাম মিনহা, সালসাবিল ইউসুফ অংশ নেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com