অভাবে বন্ধ হচ্ছে না শিশুশ্রম (ভিডিওসহ)

রাজধানীর করাইল বস্তির অনেক শিশুকেই দেখা যায় পরিবার চালাতে বিভিন্ন কাজ করতে।
অভাবে বন্ধ হচ্ছে না শিশুশ্রম (ভিডিওসহ)

কেউ কাজ করছে হোটেলে, কেউ করছে কাঠের দোকানে। এভাবে সংসার চালাতে কাজ করতে হচ্ছে এখানকার শিশুদের।

এই বস্তিরই এক শিশু জুবায়েদ (১৬) কাজ করে একটি হোটেলে। বাবা নেই বলে মায়ের সাথে সংসারের খরচ যোগাতে কাজ করতে হয় থাকে।

অভিযোগ করে অনেক কাজ করেও পায় না প্রাপ্য মজুরী।

জুবায়েদের মা বলে, “আমার কেউ নাই বলে ছেলেটারে কাজে দিছি। কাজে দিলেও আমার ছেলেটারে ২ দিনের বেতন মাইরা দেয়, চার দিনের মাইরা দেয়, ঠিকমতো বেতন দেয় না।”

ছোট শিশু রুবেল কাজ করে কাঠের দোকানে। ও বলে, “আমার কাজ করতে কষ্ট হয় তাও টাকার জন্য কাজ করি।”

মালিকের দাবি তারা অভাবের দায়ে কাজ চায় বলেই কাজ দিচ্ছেন তারা।  

কাঠের দোকানের মালিক তোফাজ্জল বলেন, “আমি কাজ দিতে চাই না, এরা বইসা যায় কাজ করতে, টাকা চায়, এই কারণে কাজ দেই আরকি।”

এসব শিশুর অভিবাবকদের মতামত ছোটবেলা থেকে কাজ শিখলে বড় হয়ে কাজ করতে পারবে বলে তাদের কাজে দিয়েছেন তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com