বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক নেতা হতে চায় শরীফ (ভিডিওসহ)

প্রতিদিন প্রায় আট ঘণ্টা কাজ করেও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সাফল্য অর্জন করেছে শরিফ মিয়া।
বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক নেতা হতে চায় শরীফ (ভিডিওসহ)

রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তির একটি ঘরে মা ও দুই বোনকে নিয়ে থাকে শরীফের। মা গার্মেন্টসে চাকরি করে, তার একার আয়ে চলে না সংসার। তাই পরিবারের খরচ চালাতে মুদি দোকানে কাজ করতে হয় তাকে।

গ্রাম থেকে ঢাকায় আসার পর সংসারের বিভিন্ন অসুবিধায় দুই বছর লেখাপড়া বন্ধ ছিল শরিফের। তারপর আবার স্কুলে ভর্তি হয়ে পিইসিতে জিপিএ পাঁচ পেয়ে বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে সে।

সকালে ঘুম থেকে উঠে স্কুল যায় শরিফ, স্কুল ছুটি হয় দুপুর ২টায়। স্কুল ছুটির পর অন্যদের মতো খেলার সময় হয় না তার, ছুটতে হয় কাজে। বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত মুদি দোকানে কাজ করে সে।

শরিফ বলে, “মাঝে মাঝে বাড়ির কাজ করার সময় পাই না, শিক্ষকরা আমার উপর বিরক্ত হয়। আবার পরীক্ষার সময় গভীর রাত জেগে পড়তে হয়, কারণ আমি দিনে পড়ার সময় পাই না।”  

কষ্ট করেও হলেও লেখাপড়া চালিয়ে যেতে চায় শরিফ, বড় হয়ে শেখ মুজিবুর রহমানের মতো দেশ প্রেমিক নেতা হওয়াই তার স্বপ্ন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com