স্বপ্ন, সাইকেলে করবে বাজিমাত (ভিডিওসহ)

উত্তর বাসাবোর কয়েকজন কিশোর কিশোরী সাইকেল চালিয়েই করতে চায় বাজিমাত। নিজেদের চেষ্টায় সাইকেল নিয়ে তারা নানা কসরত শিখছে।
স্বপ্ন, সাইকেলে করবে বাজিমাত (ভিডিওসহ)

সম্প্রতি এ ব্যাপারে হ্যালোর সঙ্গে কথা বলে তারা।

জানা যায়, গত চার বছর ধরে উত্তর বাসাবোর একটি রাস্তায় তারা নিয়মিত অনুশীলন করে।

তাদের নিয়ে গড়ে উঠেছে একটি সংগঠনও। বাসাবো স্টান্ট রাইডারসের উদ্যোক্তা রিফাত।

সে বলে, “আমি ইউটিউবে বিভিন্ন সাইকেল স্টান্ট দেখে অনুপ্রাণিত হয়ে এটা শুরু করি।

“তখন আমাদের এলাকার আর কিছু ছেলেমেয়ে নিয়ে আমরা বাসাবো স্টান্ট রাইডারস দলটি গঠন করি।”

জানায়, আর কোনো খোলা জায়গা না থাকায় ব্যস্ত রাস্তায় সাইকেল নিয়ে অনুশীলন করতে বেশ অসুবিধায় পড়তে হয় তাদের।

এদলের সদস্য রিয়া বলে, “অনেকেই আসলে সাইকেল স্টান্টটা বোঝে না, অনেকে বলে মেয়েরা তো সাইকেলই চালাইতে পারে না, আবার স্টান্ট করবে?

“অনেক মুরুব্বিরা আইসা বলেন, ‘তোমরা মাঠে যাও,’ অনেকে রাস্তা ব্লক করে দেন এরকম নানা বাধা আসে।”

দলের আরেক সদস্য ইভান দাবি করে, এই খেলাটি অনুশীলন করার জন্য তাদের খোলা জায়গা দেওয়া হোক।

সাইকেল নিয়ে নানা কসরত ভবিষ্যতে একটি খেলা হিসেবে গণ্য হবে এবং তারা জাতীয় পর্যায়ে এই খেলাটিকে উপস্থাপন করতে পারবে বলে স্বপ্ন দেখে তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com