পরিচ্ছন্নতা কর্মীর কাজে শিশু (ভিডিওসহ)

শিশু অধিকার সনদে মৌলিক অধিকারের কথা লেখা থাকলেও অভাবের কারণে অনেক শিশুই স্কুলে না গিয়ে কাঁধে তুলে নিচ্ছে পরিবারের ভার।
পরিচ্ছন্নতা কর্মীর কাজে শিশু (ভিডিওসহ)

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের একটি ডাম্পিং স্টেশনে এমনই কয়েক জন শিশু পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে কথা হয় হ্যালোর।

মোহাম্মদ মনির নামের এক শিশু বলে, “আমার বাবা অসুস্থ। আমি, আমার মা আর ভাই তিনজন মিলে সংসার চালাই এই কাজ করে।”

পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বন্ধ হয়ে যায় শেখ ফরিদ নামের আরেক শিশুর পড়ালেখা। এখন পরিবারের সবাই মিলেই করছে ময়লা পরিষ্কারের কাজ।

জানা যায়, দিনে প্রায় নয় ঘণ্টা কাজ করতে হয় এই শিশুদের। ময়লার কাজ করতে গিয়ে ঘামাচি, চুলকানি, ঘাসহ বিভিন্ন চর্মরোগেও ভোগে বলে জানায় অনেকে।

এই ডাম্পিং স্টেশনে ৩০-৩৫ বছর ধরে ময়লার কাজ করছেন শ্রী রবীন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তি।

তিনি বলেন, “এ কাজের মতো কষ্ট আর কোনো কাজে নেই, চুলকানি হয়, ময়লা হাতে চুলকালে আবার ঘা হয়।”

তিনি আরো বলেন এত কষ্ট করেও তারা সংসার চালাতে পারেন না বলেই শিশুসহ পরিবারের সবাই মিলেই কাজ করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com