শিশুদের থেকে সঠিক প্রতিনিধিত্ব আসা উচিত: শেখ তন্ময়

শিশু অধিকার ও এই সম্পর্কিত নানান বিষয় নিয়ে হ্যালোর ফেইসবুক লাইভ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের থেকে সঠিক প্রতিনিধিত্ব আসা উচিত: শেখ তন্ময়

শনিবার বিকেলে শিশু সাংবাদিকতার জন্য বিশেষায়িত পৃথিবীর প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই ফেইসবুক লাইভের আয়োজন করে।

হ্যালোর একদল শিশু সাংবাদিকদের সাথে এই লাইভ আলোচনায় অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

এই আলোচনায় শিশুরা তাদের অভিজ্ঞতা ও মতামত জানায়। সঞ্চালনায় ছিল রূপকথা রহমান এবং আজমল তানজীম সাকির।  

আগের চাইতে বর্তমানের শিশুরা তাদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন বলে মনে করেন তন্ময়।

তিনি বলেন, “আমার মনে হয় আজকের দিনের শিশু আগের চাইতে অনেক বেশি সচেতন। আগে আমার কী অধিকার ছিল আমি সেটা নিজেও জানতাম না।”

নিজ এলাকার শিশুদের জন্য কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “আমার এলাকায় একটি মা ও শিশু ক্লিনিক আছে। আমি সেটার আধুনিকায়ন করতে চাই। আর প্রত্যেকটা ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিক আছে সেগুলোতে শিশুর যত্নের জন্য আলাদা সেন্টার করার ইচ্ছা আছে।”
শিশুদের সমস্যা নিয়ে শিশুদের কথা বলার সু্যোগ করে দেওয়ার জন্য শিশু প্রতিনিধির গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, “আজ আমি আপনাদের সাথে বসলাম। সারা দেশের প্রায় ৪০% মানুষ এই বয়সের ছেলে-মেয়েরা।

“আমি আসলেই অনুভব করি সঠিক প্রতিনিধিত্ব আসা উচিত।”

পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিশু নিয়ে বিশেষ পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আমার আসন নিয়ে বলতে পারব। আমার আসনে শিশুদের নিয়ে অনেক পরিকল্পনা আছে। কিন্তু পরিকল্পনা থাকলেও রাতারতি করা সম্ভব হয় না। বাস্তবায়নের জায়গায় দেখা যায় দুই-আড়াই বছর লেগে যায়। কারণ আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়।”

তাছাড়া শিশুর নির্মল বিনোদনের ব্যবস্থা করার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com