বেহাল সড়কে ভোগান্তিতে এলাকাবাসী (ভিডিওসহ)

রাজধানীর পূর্ব রামপুরার ‘তিতাস রোড’ সড়কটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযুক্ত হয়ে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বেহাল সড়কে ভোগান্তিতে এলাকাবাসী (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, যাতায়াতের অনুপযোগী এ রাস্তা দিয়ে ছোট ছোট শিশুরা কাদা-পানির মধ্য দিয়েই চালাচ্ছে সাইকেল।

অনেক বছর ধরেই এই রাস্তা বেহাল বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ রাস্তাটির জন্য তাদের ভোগান্তির শেষ নেই এবং বৃষ্টি হলে তাদের দূর্ভোগ আরো বাড়ে বলে জানান তারা।

এলাকার বাসিন্দা নাজমা খাতুন (৪২) বলেন, “অনেক দিন ধইরা এইরকমই। ঠিকই করে না। চার পাঁচ বছর ধইরা আরো বেশি সমস্যা। পোলা মাইয়া স্কুলে যায়, বৃদ্ধ মানুষ হাঁইটা যাইতে পারে না।”

সাইকেল চালিয়ে আসতে যেতে অনেক বার পড়ে গেছে বলে জানায় ৬ বছর বয়সী শহীদুল ইসলাম শাওন। সে বলে, “এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়। যদি রাস্তাটা সমান করে দেয় তাহলে অনেক সুবিধা অইবো।”

এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করে চতুর্থ শ্রেণির ছাত্র সুমন মিয়া(৯)। সে জানায়, “এ রাস্তা দিয়ে গেলে আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়। ময়লা ড্রেসে গেলে বকে ম্যাডামে।”

সময় কম লাগে বলে এই ভাঙা রাস্তা দিয়েই যাত্রী নিয়ে প্রতিদিন যাতায়াত করেন রিকশা চালক নাজমুল(৩৮)।

তিনি বলেন, “আমরা যেতে পারি না রিকশা নিয়া। যাত্রী নিয়ে যাইতে আমাদের খুব কষ্ট হয়। রাস্তা যদি ঠিক করে দেয় তাহলে আমগোর লাগি সুবিধা হয়।।'

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী খান বলেন, “তিতাস রোডের উত্তরাংশের কাজ হয়ে গেছে। এখন দক্ষিণ অংশ বাকি আছে। এ বাজেটে এ রাস্তা কিছুদিনের মধ্যে হয়ে যাবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com