রাস্তা ভাঙা, দৃষ্টি নেই কর্তৃপক্ষের (ভিডিওসহ)

রাস্তা ভাঙা, দৃষ্টি নেই কর্তৃপক্ষের (ভিডিওসহ)

রাজধানীর বিমানবন্দর এলাকার রেলগেট থেকে আশকোনা সিটি কমপ্লেক্সের দিকে যাওয়ার প্রধান সড়কটির কিছু অংশ এক বছর ধরে ভাঙা অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

সম্প্রতি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে হ্যালো।

একাদশ শ্রেণির শিক্ষার্থী এক বলে, “এই রাস্তাটি দিয়ে চলাচলে আমাদের খুব কষ্ট হয়, অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে যাতায়াত তো আরও কষ্ট।

“মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়।”

যাত্রীসহ এই রাস্তায় চলাচলকারী রিকশা, অটোরিকশার চালকদের ভোগান্তি পোহাতে হয়। রিকশা চালক বরকত মিয়া জানান, অনেক ঝুঁকি নিয়ে এই রাস্তায় রিকশা চালাতে হয় তাকে।

বৃষ্টি হলে রাস্তায় পানি জমে আরো করুণ অবস্থার সৃষ্টি হয় বলে জানায় স্থানীয়রা। রিপা নামের স্থানীয় এক শিক্ষার্থী বলে, সে অনেক বছর ধরে এখানে বসবাস করে।

ও বলে, “রাস্তার নোংরা পানির কারণে আমাদের কাপড় নোংরা হয়ে যায় এবং রিকশায় চলাচলের সময় পরে যাওয়ার সম্ভাবনা থাকে।”

রওশনারা বেগম তার ছেলেকে নিয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করেন।

তিনি জানান, এই রাস্তায় ট্রাক, পিকআপ ভ্যানসহ ভারী যানবাহন চলে, আসে আশের বাড়ির নির্মাণ কাজও চলে তাই রাস্তা দ্রুত ভেঙে যায় এবং রাস্তাগুলো ভালোভাবে মেরামতও করা হয় না।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com