পথশিশুদের নৈশ বিদ্যালয় (ভিডিওসহ)

রাজধানীর কারওয়ান বাজারে পথশিশুদের জন্য ফুটপাতে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী নৈশ বিদ্যালয়।
পথশিশুদের নৈশ বিদ্যালয় (ভিডিওসহ)

সরেজমিনে কারওয়ান বাজারের সি আর দত্ত রোডে দেখা মেলে ফিউচার নেশন ফাউন্ডেশন নামের এই স্কুলটির।

জাহিদ সকাল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত আগ্রহে ২০১৫ সালে মাত্র একজন শিশু নিয়ে শুরু করেন এমন একটি স্কুল। বর্তমানে ৩০জন শিশু নিয়মিত এখানে পড়তে আসে।

স্কুলটির উদ্যোক্তা জাহিদ সকাল বলেন, “এসব শিশুরা যেহেতু পথেই থাকে তাই কোনো ভবনে স্কুলের কার্যক্রম চালালে তারা হয়ত আমাকে খুঁজে পাবে না। তাই আমি পথেই স্কুলটি চালিয়ে থাকি।”

সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ল্যাম্প পোস্টের আলোতে পথশিশুরা লেখাপড়া করে এই স্কুলে।

বিভিন্ন পেশার মানুষ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীরা যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে এখানে পড়িয়ে থাকেন, তাই সবার সুবিধা অনুযায়ী রাতেই স্কুলটি চালাতে হয় বলে জানান জাহিদ।

“শিশুরাও দিনে যে যাই কাজ করুক সন্ধ্যায় এখানে পড়তে চলে আসে।”

সাধারণ আর দশটি স্কুলের মতো শপথ বাক্য পাঠ করা থেকে জাতীয় সংগীত গাওয়া পর্যন্ত সব কার্যক্রমই পালন করে থাকে এখানকার শিক্ষার্থীরা।

এই বছর এই বিদ্যালয় থেকে দুই জন শিক্ষার্থীর পিইসি পরীক্ষায় বসারও কথা রয়েছে বলে জানান জাহিদ সকাল। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com