‘একসিডেন্টও হয়, তাও আমাগো ভয় লাগে না’ (ভিডিওসহ)

দ্রুতবেগে ছুটে চলা ট্রেন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মালিবাগ রেললাইনের পাশের বস্তিতে বেড়ে ওঠা ছিন্নমূল ও দরিদ্র শিশুদের জন্য।
‘একসিডেন্টও হয়, তাও আমাগো ভয় লাগে না’ (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, শিশুরা অজান্তেই খেলার ছলে উঠে যাচ্ছে রেললাইনে। মালিবাগ রেললাইন ধরে হাঁটতে হাঁটতে এই দৃশ্য চোখে পড়ে।

রেললাইন ধরে দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজছিল সিয়াম হোসেন। ও বলে, “এই জায়গায় আমাদের খেলাধুলা করতে ভালো লাগে বেশি। আমরা এই জায়গায়ই থাকি, এখানেই খেলি।”

“ট্রেন এদিক দিয়াই আসা যাওয়া করে। আমরা ওখানে খেলি। ট্রেন থামলে তার উপর দিয়া যাওয়া আসা করি।”

এত কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে সে বলে, “সমস্যা হইছে, ট্রেনে একসিডেন্টও হইছে তাও আমাগো ভয় লাগে না।”

হাসান নামের এক শিশুও একই কথা জানায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com