নতুন আঙ্গিকে রাজধানীর খিলগাঁও শিশুপার্ক (ভিডিওসহ)

রাজধানীর খিলগাঁওয়ে নতুন আঙ্গিকে চালু হয়েছে শিশুদের বিনোদনের জন্য ‘খিলগাঁও গোলচক্কর শিশুপার্ক’ বা চৌধুরীপাড়া গ্রিন সোসাইটি পার্ক।
নতুন আঙ্গিকে রাজধানীর খিলগাঁও শিশুপার্ক (ভিডিওসহ)

সম্প্রতি পার্কটি ঘুরে শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলে হ্যালো।

স্থানীয়রা জানান, ২০০৫ সালে শিশুপার্কটি চালু হলেও মাঝে কয়েক বছর বন্ধ ছিল। এখন শিশুরা বিকেল হলেই বেশ আনন্দ নিয়ে এখানে খেলতে আসে। কেউ আসে বাবা-মায়ের সাথে আবার কেউ আসে একা একা।

নয় বছর বয়সী মো. শাফিন বলে, “আমি এখানে একা খেলতে এসেছি। এতক্ষণ ব্যাডমিন্টন খেলেছি আমার বন্ধুর সাথে। আমি এখানে প্রায়ই আসি।”

মো. উমাদ ফারাহ হিমু এসেছে বাবার সাথে। তার সাথেও কথা হলো। হিমু বলে, “এখানে এসে ভালো লাগছে। এখানে এসে হাঁটি আবার খেলাধুলাও করি।”

এই শিশু পার্ক আকারে ছোট হলেও এখানে রয়েছে দোলনা, স্লিপার থেকে শুরু করে শরীর চর্চার জন্য নানা উপকরণ।

অভিভাবকরাও তাদের সন্তানের বিনোদনের জন্য এমন পার্ক পেয়ে বেশ আনন্দিত।

রফিকুজ্জামান একজন চাকুরিজীবি। ছেলে আবরার ফাহিমকে নিয়ে এসেছেন পার্কে। তিনি বলেন, “ঢাকা শহরে তো আসলে খোলা মেলা জায়গা নেই। ছেলেমেয়েদের নিয়ে খেলাধুলা করতে পারি, ঘুরতে পারি এরকম পার্ক আরও থাকা দরকার।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com