মা ছাড়া যেমন কাটছে তুবার জীবন (ভিডিওসহ)

মানুষের বর্বরতায় মা তাসলিমা আক্তার রেনুকে হারিয়েছে ছোট্ট তুবা। মাকে ছাড়া কেমন কাটছে তার দিন?
মা ছাড়া যেমন কাটছে তুবার জীবন (ভিডিওসহ)

সম্প্রতি হ্যালো ঘুরে এসেছে তুবার খালার বাসা থেকে। আপাতত তুবা সেখানেই আছে।

গিয়ে দেখা যায়, নিজের পুতুলগুলোকে বেশ ভালোভাবেই সঙ্গী করে নিয়েছে ও। এই পুতুল আর কম্পিউটারে কার্টুন দেখেই সময় কাটে তার। আধো আধো বুলিতে তুবা একটি ইংরেজি ছড়াও আবৃত্তি করে শোনায়।

চার বছর বয়সী অবুঝ তুবা কার্টুন দেখার সেই কম্পিউটারেই দেখে মায়ের ছবি। ছবি দেখে হয়তো এখনও তার ছোট্ট হৃদয় আশপাশে মাকে খুঁজে বেড়ায়।

তবে মাকে হারিয়ে তুবার বড় ভাই তাহসিন আল মাহির থাকে বেশ বিষণ্ন। বোনের সাথে খুনসুটি আর ক্রিকেট খেলে সময় কাটে তার। হয়তো এভাবেই সে কাটাতে চায় বিষণ্নতা।

এই অবস্থায় তাকে কী প্রশ্ন করা যায় সেটাই ছিল চিন্তার বিষয়। কী করতে ভালো লাগে, কীভাবে সময় কাটে এমন প্রশ্নের জবাবে মাহির বলে, “আমার সব থেকে ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে। পড়াশোনা করতেও ভালো লাগে।”

তুবার খালার পরিবার আপন করে নিয়েছে দু-ভাইবোনকে। মায়ের শুন্যতা হয়তো পূরণ করা অসম্ভব, তবুও পরম আদরে বুকে টেনে নিয়েছেন তারা।

তুবার খালাতো ভাই সৈয়দ নামিরুদ্দিন টিটু হ্যালোকে বলেন, “তুবা কিন্ত অনেক মজা করে। ও এসে জড়িয়ে ধরবে, ঘুম পারাবে, সুন্দর সুন্দর গল্প শোনাবে।

“ওদেরকে ছাড়া আসলে আমি নিজেই থাকতে পারি না।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com