‘ভাঙছে ঘর, ভাঙছে স্বপ্ন’ (ভিডিওসহ)

মিরপুরের পল্লবী এলাকার ৬নং ওয়ার্ডর ভোলা বস্তিতে উচ্ছেদ কার্যক্রম চলায় অনেক শিশুর লেখাপড়াই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ করেছে বস্তির শিশুরা।
‘ভাঙছে ঘর, ভাঙছে স্বপ্ন’ (ভিডিওসহ)

জানা যায়, ভোলা জেলার নদী ভাঙনের শিকার উদ্বাস্তু মানুষের বসবাস এই বস্তিতে, তাই এর নাম হয়েছে ভোলা বস্তি। সব কিছু হারিয়ে এই মানুষগুলোর ঠাঁই হয়েছিল এই বস্তিতে, যা আজ হারাতে হচ্ছে তাদের। ঘরবাড়ি হারিয়ে এখন বিপাকে আছে এই দরিদ্র পরিবারগুলো, বন্ধ যাওয়ার উপক্রম এখানকার শিশুদের লেখাপড়া।  

এই বস্তিতেই থাকে খবিরুল নামের এক শিশু। ও এবারের এসএসসি পরিক্ষার্থী। বস্তি উচ্ছেদের ফলে এখন তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে গেছে বলে জানালো ও।

ইয়াসিনের স্বপ্ন ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। ও বলে, “আমাদের স্বপ্ন শেষ, আমরা পড়ালেখা করতে পারব না ভবিষ্যতে। কারণ আমাদের উচ্ছেদ কইরা দিতাছে, আমাদের বাপ মার কিছুই নাই যা দিয়ে আমাদের পড়াবে।”

বস্তির বাসিন্দা রিপা বলেন, “আমরা এখানে ত্রিশ বছর ধরে থাকি। যদিও ‍আমাদের এখান থেকে চলে যেতে বলে তাহলে কিছু ক্ষতিপূরণ দেওয়া হোক।”

 তাদের দাবি বস্তি উচ্ছেদ করতে হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com