মাঠ সংকট, শিশুদের খেলতে হয় রাস্তায় (ভিডিওসহ)

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ মাঠ সংকট থাকায় খেলতে রাস্তায় যেতে হয় বলে জানিয়েছে শিশুরা।
মাঠ সংকট, শিশুদের খেলতে হয় রাস্তায় (ভিডিওসহ)

সম্প্রতি শিশুদের সঙ্গে কথা হয় হ্যালোর।

তারা জানায়, তাদের খেলার জন্য রয়েছে একটি মাত্র মাঠ। এতবড় একটি এলাকার জন্য তা যথেষ্ট নয়।

সরেজমিনে দেখা যায়, মাঠের চারপাশেই রয়েছে রাস্তা। মাঠটিতে নেই কোনো সীমানা প্রাচীর।

স্থানীয় বাসিন্দা রাজিব বলেন, “এখানে একটা বড় মাঠ দরকার, শিশুরা খেলতে খেলতে রাস্তায় চলে যায়, রিকশার নিচে পড়ে, গাড়ির নিচে পড়ে।”

শিশু সাব্বির বলে, “আমাদের এই একটি মাঠ যথেষ্ট নয়। এখানে জায়গা না পেয়ে একদিন রাস্তায় খেলেছিলাম। সেদিন আমার পায়ের উপর দিয়ে সিনএনজি রিকশা উঠে গিয়েছিল।”

অভিভাবক রাশেদ করিমের মতে, “এই মাঠে একটা বাউন্ডারি করলে এবং ছোট ও বড়দের জন্য আলাদা খেলার ব্যবস্থা করলে ভালো হয়।”

১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জিন্নাত আলী এ ব্যাপারে বলেন, “এই মাঠটি যেহেতু রাজউকের তাই এটার ব্যাপারে  আমরা কিছু বলতে পারব না।”

তবে সিটি কর্পোরেশন থেকে নতুন মাঠ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com