কুকুরের উৎপাত (ভিডিওসহ)

কুকুরের উ ৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর খিলক্ষেত এলাকার জামতলার বাসিন্দারা।
কুকুরের উৎপাত (ভিডিওসহ)

খিলক্ষেতের পশ্চিমে নিকুঞ্জ পেরিয়ে এই জামতলা এলাকা। সম্প্রতি হ্যালোর কথা হয় এই এলাকার বাসিন্দাদের সঙ্গে।

এই এলাকার বাসিন্দারা জানান, জামতলার রাস্তায় ঘোরাফেরা করা এই কুকুরের সংখ্যা ৩০টিরও বেশি।

জানা যায়, এসব কুকুরের আতঙ্কে থাকে স্কুলগামী ছোট শিশুরা।

স্থানীয় জাহিদ ইকবাল বিদ্যালয়ের শিক্ষক শান্তা ইসলাম হ্যালোকে বলেন, “স্কুলে যাওয়া-আসার পথে শিক্ষার্থীদের তাড়া করে কুকুর। আমার দুই শিক্ষার্থীকে কুকুর কামড়েছে। পরে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়ে আনা হয়েছে।”

ওই স্কুলেরই শিক্ষার্থী ছয় বছর বয়সী সিমু বলে, “আমি স্কুলে যাওয়ার সময় কুকুর আমার পিছু নেয়, আমি ভয় পাই।”

এ সব কুকুর বিভিন্ন বাসায় ঢুকে গৃহপালিত মুরগী, পাখি, কবুতর খেয়ে ফেলে বলেও অনেকের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী বাসিন্দাদের সিটি কর্পোরেশন থেকে যেন এই ব্যাপারে পদক্ষপে নেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com