রাজশাহীতে ছাত্রহত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে কলেজ পড়ুয়া এক ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠিরা।
রাজশাহীতে ছাত্রহত্যার প্রতিবাদে মানববন্ধন

বুধবার রাজশাহী কলেজের সামনে এই মানববন্ধন হয়। এ মানববন্ধনে নিহতের সহপাঠি, শিক্ষক ও নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মঙ্গলবার ভোরে নগরীর বর্ণালী ও হেতেম খাঁর মাঝামাঝি সড়কে রাজশাহী সিটি কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ফারদিন আসারিয়া রাব্বিকে (১৭) হত্যা করা হয়।

নিহত ফারদিন আশারিয়া রাব্বি  দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে এবং রাজশাহী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সে হেতেমখাঁ মোন্তাসিরের ছাত্রাবাসে থাকতো। 

মানববন্ধনে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির দাবি জানান।

নিহতের এক সহপাঠী হ্যালোকে বলে, "ফারদিন অত্যন্ত ভালো এবং ভদ্র ছাত্র ছিল। কারো সঙ্গে সে ঝগড়া করেনি।"

রাজশাহী সিটি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম মানববন্ধনে সকলের উদ্দেশে বলেন, "শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। এভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা প্রমাণ করে আমরা কতটা নীচে নেমে গেছি।

"ফারদিন অত্যন্ত মেধাবী ও নিয়মিত ছাত্র ছিল। অতি দ্রুত যাতে দোষীদের গ্রেপ্তার করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি।"

সে ভোর সাড়ে ৫ টার দিকে 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেন ধরার জন্য ছাত্রাবাস থেকে স্টেশনে যাচ্ছিল। এমন সময়ে এই হত্যাকাণ্ড ঘটে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com