তলিয়ে যাওয়া সাঁকোতেই ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থীদের

টাঙ্গাইলে ভরা নদীতে বাঁশের সাঁকো পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। 
তলিয়ে যাওয়া সাঁকোতেই ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থীদের

সম্প্রতি জেলার গোপালপুরের নবগ্রাম ও নগদাশিমলা ইউনিয়নের জামতৈল গ্রামে গিয়ে দেখা যায় ঝিনাই নদীর পানি বেড়ে নদীতে দেওয়া সাঁকো অনেকটা তলিয়ে গেছে। আর সেই ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে প্রাথমিকের শিশুরা। স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস।

নদী পেরিয়ে বিদ্যালয়ে যাওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো.রাসেল মিয়া বলে, 'বৃষ্টির দিন এলেই নদীতে পানি বাড়ে, পুলডাও ডুবে ডুবে ভাব। যার জন্য স্কুলে যেতে ভয় লাগে। 

" সাঁকো থেকে পিছলে গিয়ে অনেকে ব্যথাও পাইছে," বলে তৃতীয় শ্রেণির আরাফাত ইসলাম। 

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘মেলা মানুষ এ সাঁকো দিয়া হাটবাজারে য়ায়। বুড়া, পোলাপান ও রোগীদেরও এহান দিয়া যাইতে হয়।’

গোপালপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী জাবেদ হোসেন হ্যালোকে বলেন, 'এসব দুর্গম এলাকা সরকারের নজরে আছে। এলাকাবাসী যোগাযোগ করলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।‘

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com