গরমে শিশুর ভোগান্তি কমাতে ডাক্তারের পরামর্শ (ভিডিওসহ)

তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। অসুস্থ্ শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোয়।
গরমে শিশুর ভোগান্তি কমাতে ডাক্তারের পরামর্শ (ভিডিওসহ)

রোববার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৫৩ জন শিশু চিকিৎসা নিতে ভর্তি থাকতে দেখা যায়।

এদের মধ্যে অতিরিক্ত গরমে জ্বর, বমি, শর্দি, কাশি, ঠাণ্ডা, ডাইরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩০ জনের বেশি।

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. কামরুল হাসান পারভেজ জানান, অতিরিক্ত গরমের জন্য বাচ্চাদের শরীর দুর্বল, ঘামাচি, কাশি, জ্বর, র‍্যাশ, বমি,পাতলা পায়খানা, খিচুনি, হিট স্ট্রোক হতে পারে।

এসব থেকে রক্ষা পেতে অতিরিক্ত গরমে শিশুদের বাইরে যেতে না দেওয়া, স্যালাইন খাওয়ানো, বেশি করে পানি পান করানোর পরামর্শ দেন তিনি।

রোদে যেতে বাধ্য হলে ছাতা ব্যবহার করার, সঙ্গে খাবার পানি দিয়ে দেওয়ার পরামর্শও দেন এই চিকিৎসক।

এছাড়া, জ্বর বেশি হলে প্যারাসিটামল খাওয়ানোর অথবা ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com