টাঙ্গাইলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

সারাদেশের মত টাঙ্গাইলেও বিশ্ব শিশু শ্রম দিবস পালিত হয়েছে। 
টাঙ্গাইলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

বুধবার বিকেলে জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ীতে "প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য" এই প্রতিপাদ্যে আলোচনা  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০০২ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিশুর অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশে দিবসটি পালিত হয়।

আলোচকরা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে প্রায় ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪টি শিশু বিভিন্ন কর্মে নিয়োজিত। এর মধ্যে ১২ লাখ ৮০ হাজার ১৯৫টি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর। প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার, শিশু পরিষদের সভাপতি মো. সাগর আহম্মেদসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুইশত ছাত্র-ছাত্রী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com