তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে ঝালকাঠির শিশুরা (ভিডিওসহ)

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে ঝালকাঠির শিশুরা (ভিডিওসহ)

মাত্র একদিনের বিরাম দিয়েই আবারও কাঠফাঁটা রোদ আর তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ জনপদ ঝালকাঠি। জেলা জুড়ে অসহনীয় গরমে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে। বাড়তি চাপে হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলছে, অনেকের ঠাঁই হচ্ছে মেঝেতে।

ঝালকাঠি জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলা রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেও একই অবস্থা দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, কাশ, টাইফয়েড ও ডায়রিয়াসহ গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন এসব হাসপাতালে ২০/২৫ জন শিশু ভর্তি হচ্ছে। আর বর্হি:বিভাগে চিকিৎসা নিচ্ছে আরও শতাধিক।

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ঘর থেকে প্রয়োজনে বের হলে ছাতা বা ক্যাপ মাথায় দিয়ে বের হতে হবে।

এছাড়া তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com